দুর্নীতি বাংলাদেশের জাতীয় অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতি দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থানের বিকাশ ও সম্ভাবনাকে বাধাগস্থ করছে। এ অবস্থা থেকে পরিত্রান লাভের উদ্দেশ্যকে সামনে রেখেই দুর্নীতি দমন কমিশন গঠিত হয়েছে।
আমরা একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার "দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪" প্রণয়নের মাধ্যমে দুর্নীতি দমন ব্যুরো বিলুপ্ত করে দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠা করে। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের জেলা গুলোকে কয়েকটি ভাগে বিভক্ত করে ২২ টি সমন্বিত জেলা কার্যালয় (সজেকা) গঠন করেন। সিলেট ও সুনামগঞ্জ জেলা নিয়ে সমন্বিত জেলা কার্যালয়, সিলেট গঠিত। অফিসের ঠিকানা : ২৪, এতিম স্কুল রোড, বাগবাড়ী, সিলেট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS