প্রকাশন তারিখ : 2023-07-02
সাবেক সচিব মোছাঃ আছিয়া খাতুনকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার পদে নিয়োগ দিয়ে ১৩ জুন ২০২৩ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। তিনি ০২ জুলাই ২০২৩ তারিখে কমিশনার পদে যোগদান করেন। কমিশনের সম্মেলন কক্ষে দুদকের মাননীয় চেয়ারম্যান জনাব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) জনাব মোঃ জহুরুল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। কমিশনের সম্মানিত সচিব মোঃ মাহবুব হোসেন, মহাপরিচালক, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক ও উপসহকারী পরিচালকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ০১ জুলাই ২০২৩ তারিখে দুদকের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খানের মেয়াদ শেষ হয়। মোছাঃ আছিয়া খাতুন তার স্থলাভিষিক্ত হলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS